বিশ্ব রক্তদাতা দিবস-২০১৭ সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও অন্যান্য সংগঠন এর সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এর সাথে একযোগে ১৪ জুন ২০১৭ পালন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম।
কেন্দ্রীয় সাধারন সম্পাদক রিদওয়ান জুবায়ের রিয়াদ উক্ত অনুষ্ঠানে সন্ধানীর কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। এছাড়াও কেন্দ্রীয় সভাপতি শাহপরান ইসলাম প্রবাল দুটি জাতীয় চ্যানেলে টক শো এবং একটি রেডিও তে সন্ধানীর কার্যক্রম এবং স্বেচ্ছায় রক্তদান নিয়ে আলোচনা করেন।