বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সন্ধানীর ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ।
এ উপলক্ষে গত ৫ ফেব্রুয়ারী এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও এতিম শিশুদের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়।
ঐ দিন বেলা ১১ টার সময় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করে কেন্দ্রীয় পরিষদ।পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি মাইদুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মো. ইফতেখারুল আলমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।এতে সন্ধানীর উপদেষ্টাগণ ও ২৩ টি ইউনিটের সন্ধানীয়ানগন উপস্থিত ছিলেন।নীলক্ষেত সন্ধানী ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে আজিমপুর সলিমুল্লাহ এতিমখানার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এতিমখানার শিশুদের বিনামূল্যে ‘ব্লাড গ্রুপ নির্ণয় করেন সন্ধানীর স্বেচ্ছাসেবীরা।