আজ ১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবস ২০২০।
এই দিনে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে সকল স্বেচ্ছাসেবী রক্তদাতাদের প্রতি।
এবারের স্লোগানঃ
“রক্তদান করি
সুস্বাস্থ্যের পৃথিবী গড়ি”
১ ব্যাগ নিরাপদ রক্ত মানে ১ টি জীবন। আমাদের প্রিয় দেশ ও জাতির প্রতি রক্তদাতাদের আত্মত্যাগ অনস্বীকার্য।
২০১৯ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর রক্তের চাহিদা ১৩ লক্ষ ব্যাগ। উন্নত দেশে স্বেচ্ছায় রক্তদান এর পরিমাণ শতভাগ হলেও আমাদের দেশে সেটি মাত্র ৩১ ভাগ। অনিরাপদ রক্ত এবং রক্তদানের ঘাটতি মিলিয়ে প্রতি বছরে প্রয়োজন আরো ৫ লক্ষ ব্যাগ। ১৬ কোটি মানুষের দেশে আর মাত্র ২ লক্ষ স্বেচ্ছাসেবী রক্তদাতা এগিয়ে আসলে বেঁচে যাবে অসংখ্য প্রাণ।
প্রতি বছর বিশ্ব রক্তদাতা দিবসে সেচ্ছাসেবী রক্তদাতাদের পদচারণায় মুখরিত থাকে বিভিন্ন সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের রক্ত সংগ্রহের স্টল গুলো। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে মার্চ মাস থেকেই রক্তসংগ্রহে বিশাল ঘাটতি দেখা দিয়েছে, যা ক্রমে প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এই অসহায় পরিস্থিতিতে এক ব্যাগ রক্তের অভাবে ঝরে যাচ্ছে অনেক থ্যালাসেমিয়া রোগীর প্রাণ কিংবা অপারেশন থিয়েটারে অচেতন রোগীর প্রাণ। এমতাবস্থায় আমাদের জানা অত্যন্ত প্রয়োজন করোনা কালে রক্তদানে ঝুঁকির পরিমাণ ঠিক কতটা এবং তা থেকে পরিত্রাণ পেতে আমাদেরকে কি কি করতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রদত্ত তথ্য অনুযায়ী-
১.রক্তের মাধ্যমে করোনা ছড়ানোর কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি।
২.করোনা কালে রক্তদানের সময় ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে পৌছানোর সাথে সাথেই দুই হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে ধুয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে।
৩.রক্তদাতা এবং গ্রহীতা প্রত্যেক কেই নূন্যতম নিরাপত্তা সামগ্রী (ফেস মাস্ক,হ্যান্ড গ্লাভস) পরিধান করতে হবে।
৪.যদি কেউ পূর্বে কোভিড১৯ আক্রান্ত রোগীর সাথে কোনরূপ সংস্পর্শে থাকেন, অথবা নিজের সর্দি কাশি বা জ্বরের মতো উপসর্গ থাকে তবে ২৮ দিন পর্যন্ত রক্তদানে বিরত থাকুন। মনে রাখবেন এমতাবস্থায় রক্তদান আপনার এবং গ্রহীতা উভয়ের জন্য সমান ঝুকিপূর্ণ।
৫. ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে নূন্যতম ১ মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
স্বাস্থ্যসচেতনতা নিশ্চিত করে আপনার দান করা এক ব্যাগ রক্তে নতুন করে করোনামুক্ত পৃথিবী দেখার সুযোগ পাক একটি প্রাণ, এই কামনাই হোক আমাদের সকলের অন্তরের লালিত স্বপ্ন।
☞ স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক ব্যক্তি নিম্নিলিখিত ফর্ম পূরণ করার মাধ্যমে হতে পারেন সন্ধানীর একজন রেজিস্টার্ড রক্তযোদ্ধাঃ
https://forms.gle/7f6wwXfWbTWgRR3V8
☞ রক্তদান সম্পর্কিত আরো প্রয়োজনীয় তথ্য জানার জন্য নিচের লিংকে ভিজিট করুনঃ
https://m.facebook.com/groups/543982332724165?view=permalink&id=964282054027522